গোয়ার সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে আয়োজন। অতি থিদের জন্য খানা-পিনা সহ এলাহি ব্যবস্থা। এক চুলোও খামতি ছিল না প্রস্তুতির। এককথায় 'পারফে...
গোয়ার সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে আয়োজন। অতি
থিদের জন্য খানা-পিনা সহ এলাহি ব্যবস্থা। এক চুলোও খামতি ছিল না প্রস্তুতির। এককথায় 'পারফেক্ট ডেস্টিনেশন ওয়েডিং'। সাত জন্মের বন্ধন বলে কথা, তাই সব দিক দিয়েই বিয়ের অনুষ্ঠানকে মনের মতো করর তোড়জোর। আর সেইমতোই সম্পন্ন হয় বিয়েও। কিন্তু শেষবেলায় যে ঘটে গেল এক বিপত্তি। পাত্রীকে বিমানবন্দরে একা ফেলে রেখেই চলে গেলেন পাত্র। হ্যাঁ, এমনই ঘটনা বাস্তবেই ঘটেছে। নেটদুনিয়াতে ঘটনাটির চর্চা শুরু হয়েছে। যার কারণ জানতে পেরে আরও অবাক হয়েছেন নেটিজেনরা।
আসলে হরেক পণের দাবি মেটালেও বিয়ের অনুষ্ঠানের মাঝেই বিএমডব্লিউ চেয়েছিল পাত্রের পরিবার। সেই দাবি না মেটায় নববধূকে বিমানবন্দরে রেখে চলে যায় পাত্রপক্ষ ৷ এমনই অভিযোগ এনেছেন পাত্রীর পরিবার। ইতিমধ্যেই পাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পাত্র এবং তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
COMMENTS