আ আজ মিরপুরে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাকিব। আজ মিরপুরেছবি : শামসুল হক ‘২০২৩ সালটা আমাদের খুব ভালো যাবে’—কথাটা গত বছরের শেষের দিকে বলেছিলেন স...
![]() |
আজ মিরপুরে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাকিব। আজ মিরপুরেছবি : শামসুল হক |
‘২০২৩ সালটা আমাদের খুব ভালো যাবে’—কথাটা গত বছরের শেষের দিকে বলেছিলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডকে একমাত্র টেস্টে হারানোর পর সে কথাটাই আবার মনে করিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এ বছরের শুরু থেকেই ছন্দে আছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ এ হারলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তো তিন সংস্করণেই হারাল।
বাংলাদেশ দল বছরের বাকি সময়টাও এই ধারাবাহিকতা ধরে রাখবে, এমন আশার কথা শোনালেন সাকিব, ‘আমি তো আগেই বলেছিলাম, ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে। যেহেতু গুরুত্বপূর্ণ বছর, এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে...পরবর্তী ৬ মাস যেন ভালো খেলতে পারি। প্রথম চার মাস অনেক ভালো খেলেছি। অবশ্যই চেষ্টা থাকবে এটা ধরে রাখার। যেহেতু বেশির ভাগ ওয়ানডে খেলব, যে সংস্করণে আমরা অনেক ভালো।’
আয়াল্যান্ডকে তিন সংস্করণেই হারিয়েছে বাংলাদেশ
COMMENTS