সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন অপু বিশ্বাস। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্...
সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন অপু বিশ্বাস। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে চলচ্চিত্রের এই নায়িকাকে। এতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নাঈম অঙ্কন। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি। অপু বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’ ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের পরিচালক আবদুল্লা-আল-শাহীন।
COMMENTS