চিকিৎসার উদ্দেশ্যে রাতে সিঙ্গাপুর যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। ভুগছেন চোখের জটিলতায়। রোববার (১৬ এপ্রিল)...
চিকিৎসার উদ্দেশ্যে রাতে সিঙ্গাপুর যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। ভুগছেন চোখের জটিলতায়।
রোববার (১৬ এপ্রিল) রাতে জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন, রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তার। এবার মূলত চোখ দেখাতে যাবেন তিনি। অন্যান্য অসুস্থতার পাশাপাশি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন।
সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেকআপ শেষে দেশে ফিরবেন বলে জানান তিনি।
এমআই/জেএইচ
from jagonews24.com | rss Feed https://ift.tt/an4zDT1
https://ift.tt/tAVjlBF
COMMENTS