আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠ...
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাজ্যের সবচেয়ে বড় কনটেইনার বন্দরে কর্মীদের ধর্মঘট
যুক্তরাজ্যের সবচেয়ে বড় কনটেইনার বন্দরে কর্মীরা ধর্মঘট শুরু করেছে। বেতন বাড়ানোর দাবিতে শুরু হওয়া ধর্মঘটটি চলবে আট দিন। কারণ মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে কর্মীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে।
পুরুষদের সমকামিতা বৈধতা দিচ্ছে সিঙ্গাপুর
পুরুষ সমকামিতাকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। অর্থাৎ পুরুষদের মধ্যে হওয়া যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। সমাজ, শহর ও রাজ্য ‘গে’ মানুষদের আগের থেকে বেশি গ্রহণ করছে বলেও জানান তিনি।
গম আমদানির পরিকল্পনা অস্বীকার ভারতের
গম আমদানির পরিকল্পনার কথা অস্বীকার করেছে ভারত। দেশটির খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ জানিয়েছে, গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এর আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বড় গম উৎপাদনকারী দেশটি সংকট দূর করতে গম আমদানি শুরু করতে যাচ্ছে।
চীনকে মোকাবিলায় দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান
চীনকে মোকাবিলায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চিন্তা করছে জাপান। জানা গেছে, বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে দীর্ঘ পরিসরের ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে দেশটি। চীনের বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা বাড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
গিরিখাতে ট্রাক পড়ে ৯ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি গিরিখাতে ট্রাক পড়ে ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনা। স্থানীয় সময় রোববার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
চুক্তির পর ইউক্রেন ছেড়েছে ৩১ শস্যবাহী জাহাজ
জাতিসংঘ-তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত মাসে একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় শস্যবাহী জাহাজগুলো নিরাপদে ইউক্রেনের বন্দরগুলো ছাড়তে পারছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বল হয়, দেশ দুইটির মধ্যে চুক্তির পর এখন পর্যন্ত ৩১টি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে। সব শেষ রোববার (২১ আগস্ট) চারটি জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে।
জাপানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সম্প্রতি সপ্তাহব্যাপী ছুটি শেষে ফিরেছেন তিনি। সোমবার থেকে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই তার করোনা শনাক্ত হলো।
কর্মী সংকটে ধুকছে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা
যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসায় কর্মীর ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। পর্যাপ্ত কর্মীর অভাবে অনেকেই ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এটি বর্তমানে সংকটের পর্যায়ে পৌঁছেছে।
৭০ দেশের নাগরিকদের জন্য আমিরাতের অন অ্যারাইভাল ভিসা
মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত, বিশেষ করে দেশটির দুবাই শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। প্রতি বছর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো থেকে লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করছে এই শহর। বিভিন্ন দেশের পর্যটকদের জন্য এবার সুখবর দিলো আমিরাত। ৭০টি দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে দেশটি।
COMMENTS