গৃহবধু রুমা আক্তারকে কয়েকদফা পরকীয়া প্রেমের প্রস্তাব দেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের তোফায়েল আহমেদ টুলু। ব্যর্থ হওয়ায় তার স্বামীকে অস্ত্র দি...
গৃহবধু রুমা আক্তারকে কয়েকদফা পরকীয়া প্রেমের প্রস্তাব দেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের তোফায়েল আহমেদ টুলু। ব্যর্থ হওয়ায় তার স্বামীকে অস্ত্র দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে শীর্ষ ডাকাত টুলু।
অস্ত্র, ডাকাতি, ছিনতাই, জবর দখল, নারী নির্যাতন, বন মামলাসহ ডজন মামলার আসামী হয়েও পুলিশের বিশ্বস্ততা কেমনে গড়ে উঠেছে তা নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রুমেলের স্ত্রী রুমা আক্তার সাংবাদিকদের জানান, ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভুতিয়া পাড়া এলাকায় গত ১৬ আগস্ট রুমেল বাড়ির পূর্বে জনৈক হাফেজ মিয়ার বাগানের নিচে চাষাবাদের কাজ করছিল। তখন খবর পেয়ে তোফায়েল আহমেদ টুলু দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্র নিয়ে প্রথম হামলা হয় স্বামী রুমেলের ওপর। সেবার রক্ষা পেলেও ১৭ আগস্ট অন্য স্থান থেকে অস্ত্র এনে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
রুমা আক্তার দাবি করেন, রুমেলের সাথে বিয়ে হওয়ার আগে থেকে ভুতিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, জবর দখল, নারী নির্যাতন, বন মামলাসহ ডজন মামলার আসামী তোফায়েল আহমেদ টুলু'র বিরক্ত করে আসছিল। পরে রুমেলের সাথে সামাজিক ভাবে বিয়ে হলে প্রায় সময় পরকীয়া প্রেমের প্রস্তাব দিত, এমন কি প্রস্তাবে সাড়া না দিলে আমার স্বামীকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়ে কন্যা শিশুকে খুন এবং আমাকে অপহরণ করে ধর্ষণ করার হুমকি ধামকি দিয়ে আসছিল।
দীর্ঘদিন ধরে টুলু তাকে মানসিক ভাবে কষ্টে ফেলেছে। মানসম্মানের দিকে চেয়ে অনেকদিন তার এসব হুমকি ধামকির কথা কাউকে শেয়ার করেনি। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় বাধ্য হয়ে স্বামী রুমেলকে শেয়ার করেন রুমা। পরে স্বামী রুমেল এসব বিষয় নিয়ে তোফায়েল আহমেদ টুলু'র সাথে প্রতিবাদ করেন।
ঐ সময় টুলু ক্ষোভে রুমেলকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিগত ২ মাস পূর্বে তাদের মধ্যে তুচ্ছ ঘটনার ঘটনা ঘটে। সেদিন থেকে রুমেলকে বিভিন্ন মাধ্যমে মেরে পলার চেষ্টা করেন টুলু।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে উদ্ধার করা অস্ত্রটি তোফায়েল আহমেদ টুলুর কাঁধে দেখা যাচ্ছে।
ঈদগাঁও ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, পূর্বে রুমেলের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল চিহ্নিত অপরাধী তোফায়েল আহমেদ টুলু। এসব সামাজিকভাবে মিমাংসা করার কথা ছিল। কিন্তু তা মানতে রাজি নয় টুলু। এক পর্যায়ে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে রুমেল থেকে অস্ত্র পেয়েছে বলে নাটক সাজিয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তোফায়েল আহমেদ টুলু প্রথমদিকে মুখ খুললেও বিস্তারিত তথ্য জানানোর পর আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযানে যায় পুলিশ।অস্ত্রসহ রুমেলকেই আটক করা হয়েছে।
তোফায়েল আহমেদ টুলু নামে একজনের তথ্য সেখানে গিয়েছিল পুলিশ সেটা স্বীকার করেন। যদি তিনি নিজেও অপরাধী হয়ে থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস তার।
COMMENTS