হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার হাতে আপন চাচা খুন হয়েছেন। নিহতের নাম মোশাররফ মিয়া (৪০)। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের...
হবিগঞ্জের
বানিয়াচংয়ে ভাতিজার হাতে আপন চাচা খুন হয়েছেন। নিহতের নাম মোশাররফ মিয়া (৪০)। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া রাজপাড়া মাষ্টার বাড়ির মৃত মোশাহিদ উদ্দিনের ছেলে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে এ হত্যার ঘটনাটি ঘটেছে।
ঘাতক ভাতিজা শাহিন মিয়া (২৫)। সে নিহতের বড় ভাই ওমান প্রবাসী আশ্বব আলীর ছেলে।
এলাকাবাসী ঘাতক শাহীনকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারী শাহিন তার মায়ের কাছে ৫ হাজার টাকা চেয়ে না পেয়ে মা ও বোনকে একটি ঘরের মধ্যে আটক করে রাখে।
এক পর্যায়ে চাচা মোশাররফ মিয়া ভাবি ও ভাতিজিকে উদ্ধার করতে গেলে ভাতিজা শাহিন চাচার ওপর দা দিয়ে হামলা করে গুরুতরভাবে আহত করে।
এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় মোশাররফ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক শাহিনকে বানিয়াচং থানায় রাখা হয়েছে।
COMMENTS