দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপির সমমনা ১২ দলী...
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপির সমমনা ১২ দলীয় জোট।
শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন তারা।
জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জাগো নিউজকে এতথ্য জানান।
এহসানুল হুদা বলেন, ১২ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও একই জায়গায় গিয়ে শেষ হবে।
১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।
কেএইচ/এসআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/6f9FUg1
https://ift.tt/JYPeNK5
COMMENTS