প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী...
প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
শনিবার (৩ জুন) তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দেন তারা। এছাড়া বিশ্বের ৭৭টি দেশের নেতারা এ শপথ অনুষ্ঠানে যোগ নেন।
আরও পড়ুন>> এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি
শপথগ্রহণের পরপরই আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন এরদোয়ান। পরে তিনি প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিশ্ব নেতাদের সঙ্গে কুশলবিনিময় করেন এরদোয়ান।
এছাড়া ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরদোয়ান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন।
গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এসইউজে/এমএএইচ/
from jagonews24.com | rss Feed https://ift.tt/eE7Jcy1
https://ift.tt/zWACp7O
COMMENTS